৪ কে ২৪০ হার্টজ ট্রিপল এ গেমিং, ১৪৪০পি ৯০০ হার্টজ গেমিং ইভেন ৮ কে ৬০+ এফ পি এস গেমিং এসব টার্মগুলো শুনতে অসম্ভব লাগলেও বর্তমানে এ শুধু সম্ভবই নয় বরং সুপার হাই রেজুলেশনে কম্পিটিটিভ গেমিং করা এখন হাতের মুঠোয়। আর এত বেশি পার্ফর্মেন্স যদি হয় সাশ্রয়ী বিদ্যুৎ এর দ্বারা তাহলে তো কথাই নেই। পার্ফর্মেন্স পার ওয়াট কিং খ্যাত GIGABYTE এর AORUS রেডিওন RX7900 এক্সটিএক্স এলিট ২৪ জিবি গ্রাফিক্স কার্ডটির মাধ্যমে এসব সব কিছু এখন হাতের মুঠোয়। আল্ট্রা হাই এন্ড কনজিউমার ক্লাস এই গ্রাফিক্স কার্ড টি এএমডির সর্বাধুনিক আরডিএনএ ৩ আর্কিটেকচার এ নির্মিত বাজারের সবচেয়ে ভ্যালু পার ওয়াট কার্ড যা এ পর্যন্ত রিলিজ পাওয়া এএমডির সকল গ্রাফিক্স কার্ডকে টপকে নিজেকে বাজারের শীর্ষ পার্ফর্মেন্স এর স্থানে নিয়ে গিয়েছে।
২৪ জিবি জিডিডিআর সিক্স মেমোরি হওয়ার কারণে AORUS রেডিওন আরএক্স ৭৯০০ এক্সটিএক্স এলিট ২৪ জিবি গ্রাফিক্স কার্ডটির মাধ্যমে গেমিং, এনকোডিং, স্ট্রিমিং, কন্টেন্ট ক্রিয়েশন সহ সকল ধরণের কাজ হবে একদম সহজ এবং গতিশিল। হাই রেজুলেশন গেমিং যেমন ৪ কে, ৮ কে গেমিং এর সময় সবচেয়ে বেশি প্রয়োজন ভিডিও মেমোরি। আর AORUS রেডিওন আরএক্স ৭৯০০ এক্সটিএক্স এলিট ২৪ জিবি গ্রাফিক্স কার্ড টি তে এতো বেশি মেমোরি থাকার কারণে অতিত, বর্তমান এবং আসন্ন ভবিষ্যতের হাই এন্ড গেমগুলো খুব সহজেই হাই রেজুলেশনে খেলা যাবে এই গ্রাফিক্স কার্ডটির মাধ্যমে। অন্যদিকে সুপার কম্পিটিটিভ ৯০০+ হার্টজ পুশ করার জন্য এতে দেওয়া আছে ৩৮৪ বিট মেমোরি বাস আর সর্বাধুনিক ডিসপ্লে পোর্ট ২.১ সমর্থন। বিস্টলি AORUS রেডিওন আরএক্স ৭৯০০ এক্সটিএক্স এলিট ২৪ জিবি গ্রাফিক্স কার্ড কে পাওয়ার করার জন্য রিকমেন্ডেড পাওয়ার সাপ্লাই নির্ধারন করা হয়েছে ৮৫০ ওয়াট যা তিনটি ৮ পিন পাওয়ারের মাধ্যমে AORUS রেডিওন আরএক্স ৭৯০০ এক্সটিএক্স এলিট ২৪ জিবি কে পাওয়ার করবে।
এছাড়াও খেলার পাশাপাশি যারা গেম স্ট্রিমিং কিংবা রেকোর্ডিং করে থাকেন তাদের জন্য ও থাকছে সুখবর। AORUS রেডিওন আরএক্স ৭৯০০ এক্সটিএক্স এলিট ২৪ জিবি গ্রাফিক্স কার্ড টিতে বিগত সিরিজের গ্রাফিক্স কার্ড অপেক্ষা ২ গুণ বেশি স্ট্রিমিং এনকোডার, জেনারেল এনকোডার দেওয়া আছে সুতরাং যারা বিগত জেনারেশনের এনকোডার নিয়ে হিমশিম খাচ্ছিলো তারা এখন স্বাচ্ছন্দের সাথে সকল কাজ করতে পারবেন। সুপার হাই রেজুলেশনে কনস্ট্যান্ট ফ্রেমরেট ধরে রাখার জন্য থাকছে ফিডেলিটি এফএক্স সুপার রেজুলেশন টেকনোলজি, সর্বাধুনিক এএমডি এফএসআর আপস্যামপ্লিং সমর্থন সহ সর্বাধুনিক সকল ফিচার্স।
গেমিং আর কন্টেন্ট ক্রিয়েশন বাজারে ২০২২ এর সবচেয়ে হট টপিক হলো রে ট্রেসিং। গেমিং ইন্ডাস্ট্রি দিন কে দিন রিয়েলিজমের দিকে খুব বেশি ঝুঁকে যাচ্ছে। একটি গেমের লাইটিং, শ্যাডো, এম্বিয়েন্ট অকালুশন, রিফ্লেকশন সহ খুবই কমপ্লেক্স কম্পিউট নির্ভর কাজগুলো দিনদিন হচ্ছে সূক্ষ্ম আর একুরেট। এ রকম একুরেট ফলাফল পাওয়ার জন্য দরকার শক্তিশালী রে ট্রেসিং কোর। AORUS রেডিওন আরএক্স ৭৯০০ এক্সটিএক্স এলিট ২৪ জিবি গ্রাফিক্স কার্ডে দেওয়া রে ট্রেসিং সক্ষমতা বিগত প্রজন্মের থেকে দুইগুণের ও অধিক সুতরাং আমাদের পরিক্ষায় এই কার্ড টি বর্তমানের সকল রে ট্রেসিং টাইটেলগুলো অতি উচ্চ রেজুলেশনে ৬০ এফ পি এস প্লাস এক্সপিরিয়েন্স দিয়েছে যা গতো বছর ভাবলেও সবার হাসি পেতো। আর এ সম্ভব হয়েছে AORUS রেডিওন আরএক্স ৭৯০০ এক্সটিএক্স এলিট ২৪ জিবি এর ২গুণ শক্তিশালি রে ট্রেসিং কোর, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স কোর এর সাহায্যে।
চলুন কথা বলা যাক AORUS রেডিওন আরএক্স ৭৯০০ এক্সটিএক্স এলিট ২৪ জিবি এর সাথে থাকা কিছু গেম চেঞ্জিং ফিচার্স নিয়ে। AORUS রেডিওন আরএক্স ৭৯০০ এক্সটিএক্স এলিট ২৪ জিবি গ্রাফিক্স কার্ড টি সমর্থন করে ২.৫ গিগাহার্জ এর ও বেশি বুস্ট ক্লক স্পিড যা এক কথায় অতূলনীয়। এর ফলাফল স্বরূপ আমরা আমাদের টেস্টিং এ স্পাইডারম্যান রিমাস্টার্ড গেমটি পরিক্ষা করে পুরোনো জেনারেশন অপেক্ষা প্রায় ২ গুণ অব্দি ফ্রেমরেট বাড়াতে সক্ষম হয়েছি যেটা আসলে হিউজ।
এই যে এত এত ফিচার্স এই ফিচারগুলোর সবচেয়ে বড় বাঁধা হলো হিট জেনারশন তবে পার্ফর্মেন্সে পার ওয়াট কিং কার্ড বলে এই কার্ড টি প্রচন্ড হিট এফিশিয়েন্ট। AORUS রেডিওন আরএক্স ৭৯০০ এক্সটিএক্স এলিট ২৪ জিবি গ্রাফিক্স কার্ড টি এভাবেই ডিজাইন করা যেনো এর তাপমাত্রা সবসময় নিয়ন্ত্রণে থাকে। তাই কার্ড টি কখনো আমাদের টেস্টিং এ থার্মাল থ্রটল করেনি। ২০ জিবি পার সেকেন্ড মেমোরি এবং ৬ হাজারেরও বেশি স্ট্রিম প্রসেসর সম্বলিত ২৫০০ বেইজ ক্লক যুক্ত কার্ড টি একটা বিস্ট। AORUS রেডিওন আরএক্স ৭৯০০ এক্সটিএক্স এলিট ২৪জিবি এর অসাধারণ কুলিং ডিজাইন কার্ড টি কে দীর্ঘক্ষণ ধরে রাখে সুপার কুল। বিশাল এবং ঘন হিটসিংক, কপার হিটপাইপ এবং এরোডাইনামিক কুলিং ফ্যানের সংমিশ্রণে তৈরি কার্ড টির ওজন ধরে রাখতে ব্যবহার করা হয়েছে এন্টি স্যাগ টেকনোলজি। আমরা আমাদের টেস্টিং এ AORUS রেডিওন আরএক্স ৭৯০০ এক্সটিএক্স এলিট ২৪ জিবি গ্রাফিক্স কার্ড টি কে কোনরকম থার্মাল থ্রটল ছাড়া পার্ফর্ম করতে দেখেছি।
এছাড়াও এত বড় বিস্টলি গ্রাফিক্স কার্ডের তাপমাত্রা, ফ্যান স্পিড, হটস্পট সহ যাবতিয় প্রয়োজনীয় ইনফরমেশন সহজে দেখা এবং নিয়ন্ত্রণ করা যাবে AORUS ইঞ্জিন এবং আরজিবি ফিউশন ২.০ সফটওয়্যারের দ্বারা।
৩ বছরের স্মার্ট ওয়ারেন্টি সহ AORUS রেডিওন RX7900 এক্সটিএক্স এলিট ২৪ জিবি গ্রাফিক্স কার্ড টি বাংলাদেশের গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে স্মার্ট টেকনোলজিস যা পাওয়া যাচ্ছে আপনাদের নিকটস্থ টেক শপে।